Ekta Siri Bhangar Anko Lyrics by Anupam Roy :
Ekta Siri Bhangar Anko Song Is Sung by Anupam Roy from Mando Basar Galpo Bengali Movie. Starring: Parambrata Chatterjee, Indrashish, Kaushik Sen, Paoli Dam And Dolly Basu. Music Composed by Ashok Bhadra And Ekta Siri Vangar Onko Lyrics In Bengali Written by Prosen.
Song : Ekta Siri Bhangar Anko
Movie name : Mondo Basar Golpo
Singer : Anupam Roy
Music : Ashok Bhadra
Lyricist : Prasen
Directed by : Tathagata Banerjee
Music Label : Amara Muzik
Ekta Siri Bhangar Anko Song Lyrics In Bengali :
একটা সিড়ি ভাঙ্গার অংক
খেলতে খেলতে নামছি দু’জন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে,
যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে।
তবুও তুমিও, আজ ঘুমিও
দেখা না দিও পিছুর টানে,
গানেরা চলবে, তারারা জ্বলবে
রাতেরা ঢলবে, তোমার নামে।
একটা সিড়ি ভাঙ্গার অংক
খেলতে খেলতে নামছি দুজন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে,
যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে।।
হয়ত তুমি, হয়ত আমি
লিখছি রোজের চুপকাহিনী
সামলে রাখছি সকল দাবি-দাওয়া,
হয়ত বোবা বুকপকেটে
বৃষ্টি ভিজছে একলা চিঠি
থাকার বলতে সেটুকুই থেকে যাওয়া।
তবুও তুমিও, আজ ঘুমিও
দেখা না দিও পিছুর টানে,
গানেরা চলবে, তারারা জ্বলবে
রাতেরা ঢলবে, তোমার নামে।
একটা সিড়ি ভাঙার অংক
খেলতে খেলতে নামছি দুজন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে,
ও হো হো যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে।।
হয়ত বুঝতে পারছি না আর
ক্ষতির হিসেব কার কতটা
থাকছে জমে বেকার পলিথিনে,
হয়ত আমার জন্মদিনে
কিনবে তুমি একটা জামা
খয়রি হবে সেটাও দিনে দিনে।
তবুও তুমিও, আজ ঘুমিও
দেখা না দিও পিছুর টানে,
গানেরা চলবে, তারারা জ্বলবে
রাতেরা ঢলবে, তোমার নামে।
একটা সিড়ি ভাঙ্গার অঙ্ক
খেলতে খেলতে নামছি দুজন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে,
ও হো হো যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে।।
একটা সিড়ি ভাঙ্গার অংক লিরিক্স – অনুপম রায় :
Ekta siri bhangar anko
Khelte khelte naamchi dujon
Namte namte boyesh bere jacche
Jog-biyoger patay patay
Tomar songgey bandchi jibon
Banchete banchte shomoy kome asche
Tobuo tumio aaj ghumiyo
Dekha na dio pichur taane
Gaanera cholbe Tara-ra jolbe
Raatera dholbe Tomar naame
Hoyto tumi, hoyto ami
Likhchi rooj er chuup kahini
Shamle rakhi shokol daabi-dawa
Hoyto boba book market-e
Brishti vijche ekla chithi
Thakar bolte se tukui theke jawa
Hoyto bujhte parchi na aar
Khotir hisheb kaar kotota
Thakche jomey bekar polythene-e
Hoyto amar jonmodine
Kinbe tumi ekta jama
Khoiri hobe setao dine dine