Ekta Kotha Bolbo Lyrics In bengali From I Love You Bengali Movie 2007. This Song Sung By Babul Supriyo & Shreya Ghoshal. Music Composed By Jeet Ganguly. Starring: Dev, Payal Sarkar, Tapas Paul, Anuradha Roy, Rajatava Dutta, Kamalika Banerjee, Subhasish Mukherjee, Paoli Dam And Others
Singer : Babul Supriyo, Shreya Ghoshal
Music: Jeet Gannguli
lyricist : Priyo Chattopadhyay
Directed by : Ravi Kinagi
Produced by – Shree Venkatesh Films
Music Label : SVF Music
Ekta Kotha Bolbo Lyrics In bengali:
একটা কথা বলবো যদি রাখো,
কি ?
তোমার মনে ও আমার ছবি আঁকো
আচ্ছা !!
একটা কথা বলবো যদি রাখো,
হুঁ হুঁ !!
তোমার মনে ও আমার ছবি আঁকো
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কি বলি
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কি বলি
স্বপ্নেরই সাত রং দিয়ে ছবি আঁকবো
মনে রাখবো, মনে রাখবো
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো যদি রাখো,
তোমার মনে ও আমার ছবি আঁকো।
চলোনা দুরে কোথাও, যাই দুজনে মিলে
এমনে জাগে যে ভয়, পথ হারিয়ে গেলে
তবুও যদি গো চাও আজ হারাতে রাজি
ও আমি তো আছি পাশে তোমার কাছাকাছি
এ কথা মন জানালো, বন্ধু দুহাত বাড়ালো
আজ নতুন দিনের আলো
বন্ধু তোমায় চেনালো
ভুলবোনা এ দিনটাকে, লিখে রাখবো
মনে রাখবো, মনে রাখবো
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো ভেবেছিলাম
আচ্ছা, কি কথা ?
নেই তো মনে ইশ ভুলে গেলাম
বা রে !!
কত যে কথা তোমায়
আমি জানাবো ভাবি
কিছু তো বলা হোলো
কিছু থাকনা বাকি
এভাবে যেন হাঁসি দেখি তোমারি মুখে
তুমিও সুখি জানি আজ আমারি সুখে
ওই হাসি কিছু জানালো জীবনটাকে চেনালো
আজ সবি লাগছে ভালো স্বপ্ন চিঠি পাঠালো
চিরদিন প্রিয় বন্ধুকে মনে রাখবো,
পাশে থাকবো, পাশে থাকবো
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো যদি রাখো,
হুঁ হুঁ, শুনি !
তোমার মনে ও আমার ছবি আঁকো
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কি বলি
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কি বলি
স্বপ্নেরই সাত রং দিয়ে ছবি আঁকো
মনে রাখবো, মনে রাখবো..
Elta kotha bolbo jodi rakho..
Tomar mone-o amar chobi anko
Nei kache je rong tuli
Vabchi tomay ki boli
Shopneri saat rong diye chobi ankbo
Mone rakhbo.. Mone rakhbo